গাইবান্ধা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে এটি চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী মো. লিমন ও মো. রোমান।
রংপুরের পীরগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল এলাকায় সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাজাহান আলী।
তিনি জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে এটি চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী মো. লিমন ও মো. রোমান।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহত রোমানের ভাই রায়হান মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।