আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারাই ভুলতে বসেছেন সবশেষ কবে তাদের দলের জাতীয় সম্মেলন হয়েছে। যে দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা নেই, তার কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?’
সোমবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন তোলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পাঁচ তারকা মানের হোটেলে একটা সম্মেলন করেছিল। সেটা কবে হয়েছে তা দলটির নেতারাও ভুলে গেছেন। যারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।’
বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিতে দল বা সংগঠন করার জন্য কোনো লোকের দরকার নেই। তাদের লোক দরকার বিদেশিদের কাছে নালিশ করার জন্য। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতাদের ফেসবুকে প্রচার বাড়ানোর নির্দেশনা দিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে।’
ক্ষমতাসীন দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালক করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্য সচিব আব্দুস সোবহান গোলাপ।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।