বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংঘর্ষে শুরু আ.লীগ সম্মেলন, ব্যবস্থা নেয়ার আশ্বাস নাহিদের

  •    
  • ১৪ নভেম্বর, ২০২২ ১৮:৫২

সম্মেলন শুরুর পর প্রধান অতিথির বক্তব্যে সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আজকে দিরাইয়ে যে হামলা চালানো হয়েছে সেটির বিচার কঠোরভাবে হবে। আওয়ামী লীগ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না।’

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন শুরু হওয়ার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতেই শুরু হয় এই সংঘর্ষ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষই। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সম্মেলন শুরু হয়।

নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এ ঘটনার সূত্রপাত যিনি করেছেন তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হবে।

দিরাইয়ের বিএডিসি মাঠে সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন জানান, সম্মেলন শুরুর সময় মঞ্চে উঠতে এগিয়ে যান দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া। মঞ্চে উপস্থিত নেতা-কর্মীরা তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফের সমর্থকরা মঞ্চের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। আর মঞ্চে থাকা স্থানীয় নেতা-কর্মীরা চেয়ার তুলে ছুড়তে উদ্যত হন। সে সময় মঞ্চেই ছিলেন কেন্দ্রীয় নেতারা।

এরপর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে হট্টগোলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সম্মেলন শুরু হয়।

আহমেদ হোসেন বলেন, ‘এই হামলা আমাদের ওপর নয়, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার চালানো হয়েছে। তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সম্মেলন শুরুর পর প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আজকে দিরাইয়ে যে হামলা চালানো হয়েছে সেটির বিচার কঠোরভাবে হবে। আওয়ামী লীগ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না।

‘যিনি এই কাজটি করিয়েছেন তিনি ইতোমধ্যেই বহিষ্কৃত। তারপরও তার বিরুদ্ধে শক্ত আইনি অ্যাকশন নেয়া হবে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য সাবেক মেয়র মোশাররফ মিয়াকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, ‘সম্মেলন ঘিরে আমাদের নিরাপত্তা ছিল। আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এখানে একটা সমস্যা হতে পারে। সে কারণে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে এনেছি।’

এ বিভাগের আরো খবর