বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার বিষয়ে এখনও অকাট্য প্রমাণসহ কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে আমরা এখনও অকাট্য প্রমাণসহ তথ্য পাইনি। এমন প্রমাণিত কোনো তথ্য এখনও আমাদের কাছে আসেনি। তেমন তথ্য পেলে অ্যানাউন্স করা হবে। আমরা সব সময় তথ্যভিত্তিক কথা বলি।’
ফারদিনের মাদকসংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না।’
প্রসঙ্গত, রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
ফারদিন রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ এলাকার কাজী নূর উদ্দিন রানার ছেলে। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।