বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লা থেকে সরকারি ওষুধ ঢাকায়, গ্রেপ্তার ১

  •    
  • ১৪ নভেম্বর, ২০২২ ১৩:২৭

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার মতিঝিল থেকে ইকবাল হোসেন ওরফে রানাকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাবুবাজারে হাজী রানী মার্কেটের গোডাউন থেকে সরকারি ওষুধসহ রঞ্জণ বর্মণকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা থেকে ২০ হাজার ট্যাবলেট, ইনজেকশনসহ বিভিন্ন সরকারি ওষুধ রাজধানীতে এনে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বাবুবাজার এলাকা থেকে রঞ্জণ বর্মণকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৩ হাজার ফ্যাক্সফাস্ট-১২০ ট্যাবলেট, সাড়ে ৩ হাজার অ্যাজিথ্রোমাইজিন ট্যাবলেট ও একই সংখ্যক স্যাট্রিঅ্যাকজাইন ইনজেকশন জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, গত বুধবার মতিঝিল এলাকা থেকে ইকবাল হোসেন ওরফে রানাকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্ত ইকবালের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাবুবাজারের হাজী রানী মার্কেটের চতুর্থ তলায় ৯ নম্বর গোডাউন থেকে সরকারি ওষুধসহ রঞ্জণ বর্মণকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রঞ্জণ জানান উদ্ধার করা সরকারি ওষুধগুলো পুলিশ রিমান্ডে থাকা ইকবাল বিভিন্ন পরিবহনের মাধ্যমে কুমিল্লা থেকে তার কাছে পাঠাতেন। তিনি বিভিন্ন দোকানে সেগুলো বিক্রি করতেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর