বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গান আর শিল্পে দাবিতে অটল চবি চারুকলা

  •    
  • ১৩ নভেম্বর, ২০২২ ২২:৫০

আন্দোলনের সার্বিক অবস্থা নিয়ে স্নাতোকোত্তর বর্ষের শিক্ষার্থী মো. শহীদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের ক্লাসবর্জন ও অবস্থান কর্মসূচি চলমান। আমরা আমাদের নিজস্ব পন্থায় এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি।’

গান, স্লোগান আর শিল্পকর্মের মধ্য দিয়ে মূল ক্যাম্পাসে ফেরার এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ দিনের মতো আন্দোলন চালিয়ে যান তারা। অনির্দিষ্টকালের ক্লাসবর্জনের সিদ্ধান্ত বলবৎ রেখে এদিন তারা বিকেল তিনটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ক্লাসের বাইরে পেইটিং, স্কেচ, বিভিন্ন শিল্পকর্ম অঙ্কণ ও প্রদর্শন করেন। সমস্বরে তারা প্রতিবাদী গান গেয়ে আর স্লোগানে মুখরিত ছিলেন।

এর আগে চারুকলা বিভাগের সমস্যা নিরসনে গঠিত একটি কমিটির নাম ও বিষয় নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটির নাম পরিবর্তনে আশ্বাস দেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ওই কমিটিকে সমর্থন দেন।

শিক্ষার্থীরা জানান, তাদের ৪ জনের পরিবর্তে ১২ জনকে প্রতিনিধি হিসেবে রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন।

প্রথমে প্রস্তাবিত কমিটির নাম ছিল- ‘চারুকলার চলমান আন্দোলন ও সার্বিক সমস্যা নিরসনে ছাত্র-শিক্ষক সমন্বয় কমিটি’।

কমিটির নামকরণে মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়টি উল্লেখ না থাকায় এতে সম্মতি দেননি চারুকলার শিক্ষার্থীরা।

আন্দোলনের সার্বিক অবস্থা নিয়ে স্নাতোকোত্তর বর্ষের শিক্ষার্থী মো. শহীদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের ক্লাসবর্জন ও অবস্থান কর্মসূচি চলমান। আমরা আমাদের নিজস্ব পন্থায় এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি।’

কমিটির বিষয়ে শহীদ বলেন, ‘কমিটি হয়েছে, কিন্তু স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত তো হয়নি। সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলমানই থাকবে।’

চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, ‘আমরা সিদ্ধান্তে এসেছি আমাদের ১২ জন প্রতিনিধি নিয়ে প্রশাসনের সঙ্গে বসবো। পাশাপাশি আমাদের আন্দোলনও চলমান থাকবে। সেদিনের মিটিংয়ে কমিটির নাম ও শিক্ষার্থী প্রতিনিধির সংখ্যা নিয়ে আমাদের আপত্তি ছিল। এখন নাম পরিবর্তন হচ্ছে। যদি তা না হয়, তবে আমরা ফিরে আসবো।’

এ বিষয়ে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতনরা বৈঠক করেছেন। গঠিত কমিটিতে থাকা সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুব নিউজবাংলাকে বলেন, ‘কমিটিতে প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে রাখা হয়েছে তারা এবং প্রশাসনের ঊর্ধ্বতনরা মিলে আজ বসেছিলাম। আমরা শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এই সপ্তাহে বসবো। প্রাথমিক কমিটি হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে আসবে।’

নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘কমিটির নাম পরিবর্তন হবে। আমরা নির্দিষ্ট কোনো নাম দেইনি।’

এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে ১২ জন প্রতিনিধির নাম গ্রহণের কথা জানিয়ে সহকারী প্রক্টর বলেন, ‘১৪ সদস্যের কমিটিতে ওদের নাম থাকবে না। ওরা শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিত্ব করবে। আমরা দাবির বিষয়ে আলোচনা করতে গেলে ওই ১২ জনের সঙ্গেই বসবো।’

এ বিভাগের আরো খবর