বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশা-বাইকের সংঘর্ষে জাতীয় পার্টির নেতা নিহত

  •    
  • ১৩ নভেম্বর, ২০২২ ১৮:৪৮

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু স্থানীয়দের বরাতে জানান, বিকেলে মোটরসাইকেলে নিজ এলাকা এওজবালিয়া ইউনিয়ন থেকে মাইজদী রওনা দেন হামিদ। পথে হানিফ রোড এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ।

সোনাপুর-চর জব্বর সড়কের হানিফ রোড এলাকায় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৬০ বছর বয়সী আবদুল হামিদের বাড়ি এওজবালিয়া ইউনিয়নের পুর্ব চাকলা গ্রামে।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে মোটরসাইকেলে নিজ এলাকা এওজবালিয়া ইউনিয়ন থেকে মাইজদী রওনা দেন হামিদ। পথে হানিফ রোড এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত হামিদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর