খাগড়াছড়িতে জাতিসংঘের বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
রোববার বেলা ৩টার দিকে জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এই মতবিনিময় সভা হয়।
জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের দূত, হাইকমিশনার ও ডেলিগেটদের সমন্বয়ে সফরকারী দলের নেতৃত্ব দেন ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেটর গুইন লুইস।মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি দাতা গোষ্ঠীর অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অবস্থা জাতিসংঘ প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।বৈঠকে দক্ষ জনশক্তি তৈরি ও কৃষি খাতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
সেখানে মংসুইপ্রু বলেন, ‘চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোন পুরোদমে চালু হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে। দক্ষ ও প্রযুক্তিনির্ভর তরুণ কর্মী তৈরিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা এবং পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইউএন সদস্যভুক্ত রাষ্ট্র ও দাতাগোষ্ঠীর সহযোগিতা দরকার। স্থানীয় অধিবাসীদের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে কৃষিনির্ভর প্রকল্পে ইউএনডিপিসহ সব দাতাসংস্থার হস্তক্ষেপ প্রয়োজন।’
বৈঠকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।