কিশোরগঞ্জের তাড়াইলে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ইদিলপুর থেকে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ৭০ বছর বয়সী আজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন আজিম উদ্দিন। শিশুটি বাসায় ফিরে মায়ের কাছে ঘটনা জানান। পরবর্তী সময়ে আজিম উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা করেন মেয়েটির মা।
ওসি আরও জানান, মামলার তিন ঘণ্টার মধ্যেই আজিমকে গ্রেপ্তার করা হয়।