বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একটি লঘুচাপ আছে, আরেকটি তৈরি হতে পারে

  •    
  • ১২ নভেম্বর, ২০২২ ২১:২৫

আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি জলবায়ুর পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে সেটি মাসের কবে নাগাদ তৈরি হতে পারে বা ঝড়ের সম্ভাব্য গতিপথ কী, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরে এখন একটি লঘুচাপ আছে, যেটির অবস্থান এখন শ্রীলঙ্কার উপকূলে। এর প্রভাব পড়বে না বাংলাদেশে। তবে কিছু দিনের মধ্যে আন্দামান সাগরে আর একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির নিউজবাংলাকে জানান, সাগরে এখন যে লঘুচাপ আছে, সেটি আছে ভারতের উত্তর দিকে ও শ্রীলঙ্কার কাছে। তবে সেটি এখন দুর্বল হয়ে গেছে। সাধারণত এত দূরের লঘুচাপের প্রভাব এখানে আসে না।

আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি জলবায়ুর পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে সেটি মাসের কবে নাগাদ তৈরি হতে পারে বা ঝড়ের সম্ভাব্য গতিপথ কী, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবরের শুরুতেই আবহাওয়া অধিদপ্তরের তিন মাস মেয়াদি পূর্বাভাসে অক্টোবরের সিত্রাংয়ের সম্ভাবনার কথা জানানো হয়। বঙ্গোপসাগরে এখন যে লঘুচাপটি আছে, সেটির প্রভাব এই অঞ্চলে না থাকলেও আর একটা লঘুচাপ কিছু দিনের মধ্যেই তৈরি হবে।

আবহাওয়াবিদ তরিফুল বলেন, ‘আন্দামানের আশেপাশেই সেটি হবে। এটা আজ থেকে চার পাঁচ দিন অথবা পাঁচ ছয় দিনের মধ্যে তৈরি হবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকার অদূরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ পরিণত হয়ে বর্তমানে উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।’

দেশে এখন শীতের আভাস শুরু হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের গড় তাপমাত্রা বেশির ভাগ অঞ্চলে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি। দেশের বেশির ভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা গড়ে এখন ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এখন তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের অনেক অঞ্চলেই এখন তাপমাত্রা ৩০ ডিগ্রি বা তার কম।’

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিভাগের আরো খবর