বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলছাত্রের জালে বন্দি বিষধর রাসেলস ভাইপার

  •    
  • ১২ নভেম্বর, ২০২২ ২০:৩৫

ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘উদ্ধার করা ভয়ংকর বিষধর সাপটি হচ্ছে রাসেলস ভাইপার। স্থানীয়ভাবে এটি চন্দ্রবোড়া বা উলু বোড়া নামে পরিচিত।’

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাছ ধরতে গিয়ে বিষধর একটি রাসেলস ভাইপার সাপ ধরে বাড়িতে নিয়ে আসে দশম শ্রেণির এক শিক্ষার্থী। পরে তার কাছ থেকে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করেন।

শনিবার বিকেলে ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান ভারত থেকে নেমে আসা ঘুকসি খাড়িতে মাছ ধরতে গিয়েছিল।

ফেরার পথে খাঁড়ির পাশে একটি আকাশমণিগাছের বাগানে রাসেলস ভাইপার সাপটি দেখতে পেয়ে কৌশলে এটি ধরে ফেলে।

সাপটিকে বাড়িতে আনার পর স্থানীয় বনবিট কর্মকর্তাকে খবর দেয়া হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি নিয়ে যান।

শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, ‘বাগানে সাপটি দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। পরে জাল দিয়ে ধরে বাড়িতে নিয়ে আসি। স্থানীয় বনবিট কর্মকর্তাকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।’

ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘উদ্ধার করা ভয়ংকর বিষধর সাপটি হচ্ছে রাসেলম ভাইপার। স্থানীয়ভাবে এটি চন্দ্রবোড়া বা উলু বোড়া নামে পরিচিত। রাসেলস ভাইপার সাপ মূলত ভাইপারিডি পরিবারভুক্ত। এটি আমাদের দেশে দুর্লভ। কালেভদ্রে এদের দেখা মেলে। শিক্ষার্থী সাকিব এই সাপটি ধরেছে। আমরা বিষয়টি জানার পর তার কাছে থেকে সাপটি উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘একসময় মহাবিপন্নের তালিকায় থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এই সাপটি দেখা যাচ্ছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। সাপটি রাজশাহী বিভাগের বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর করা হবে।’

এ বিভাগের আরো খবর