রাজধানীর হাতিরঝিল ব্রিজের ওপর থেকে এক যুবক পানিতে লাফিয়ে পড়েন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, 'হাতিরঝিলে ডিউটিরত রেডক্রসের দুইজন সেবিকার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
হাতিরঝিলে দায়িত্বরত রেডক্রসের এক সেবিকার বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ দুপুর পৌনে ১টার দিকে এক যুবক ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দেয়। এ সময় সেখানে ঘুরতে আসা দুইজন পানিতে নেমে ওই যুবককে উদ্ধার করেন।’
তিনি আরও বলেন, ‘এই যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং স্টেপ কালার ফুল হাতা শার্ট। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। সিআইডির ক্রাইম-সিনের কর্মকর্তারা এসে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন। এর মাধ্যমে তার পরিচয় জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।’