বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৭ বছর বয়সী নিহত নুরে আলম বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুঁইয়ার ছেলে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসার আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক এস এম জব্বার ফারুকী বলেন, ‘রাতে নুরে আলম নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে গুলি করা হয়েছে।’
নিহতের বড় ভাই আবুল কাশেম সেলিম ভুঁইয়া বলেন, ‘আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
এদিকে জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘তানু নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি বিএনপি নেতা এবং চিহ্নিত মাদক কারবারি ছিলেন।’
ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।