নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদাকে সমুন্নত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিস্কিনপুর হাই স্কুল মাঠে শুক্রবার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজ বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের দেশের নারী সমাজকে জাগ্রত করতে হবে। কেননা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। কাজেই তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। ’
সম্মেলনে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ অন্য নেতারা।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা খাতুন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রীমতী কমলা রানী।