মাদক বিক্রির প্রতিবাদ করায় শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমা বেগমকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারিরা।
শুক্রবার আহত অবস্থায় বেলা ১২টার দিকে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
আহত প্যানেল মেয়র নাজমা জানান, দীর্ঘদিন ধরে শেরপুর পৌরসভার দীঘারপাড় এলাকায় টেপু চোরের ছেলেরা ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রি করে আসছেন।
অবৈধ এই ব্যবসা বন্ধ করতে সম্প্রতি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে জানান নাজমা। এ অবস্থায় পৌর মেয়র বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেন।
বৃহস্পতিবার রাতে পুলিশ ওই এলাকার মাদকব্যবসা সংক্রান্ত খোঁজ খবর নেয়। এতে স্থানীয় মাদক কারবারিরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকাল ১০টার দিকে নাজমার ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় তাকে বেলা ১২টার দিকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়।
নাজমার স্বজন রনি মিয়া বলেন, ‘হামলাকারীরা অনেক দিন ধরেই মাদক বিক্রির সঙ্গে জড়িত। এলাকার লোকজনও তাদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের ক্ষমতার কারণে কেউ কিছু বলতেও পারে না। আমাদের প্যানেল মেয়র এর প্রতিবাদ করছেন বলেই তার ওপর হামলা হয়েছে।’
এ বিষয়ে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ‘এসব মাদক কারবারির কথা আমাকে জানালে আমি জেলা পুলিশ সুপারকে জানিয়ে গতকাল রাতেই সেখানে পুলিশ পাঠাই। আর আজ সকালেই এ ঘটনা।’
রোববার এ ঘটনার প্রতিবাদে রোববার বিক্ষোভ এবং দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান মেয়র।
মারধরের বিষয়ে শেরপুর সদর থানার ওসি বসির আহমেদ বাদল বলেন, ‘আমাদের কাছে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’