আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন রঙের টি-শার্ট ও টুপি পরে সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
ঢাকাঢোল, ব্যান্ডপার্টি, সাউন্ড বক্সসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তারা সমাবেশে আসছেন। তবে লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি এ কে এম সালাউদ্দীন টিপু দেখালেন ভিন্ন চমক।
দেশের ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করতে করতে তারা মহাসমাবেশে গেছেন। মিছিলের সামনে এই লাঠিখেলার নৃত্য নজর কেড়েছে অনেকের।
শুক্রবার দুপুর ১২টার দিকে দেখা যায়, হাইকোর্টের সামনে দিয়ে দোয়েল চত্বর হয়ে মিছিলটি এগোচ্ছে। মিছিলের সামনে ৮ জন হাতে দুটি করে লাঠি নিয়ে লাঠি খেলা প্রদর্শনের পাশাপাশি ঢাক ও কেসিওর তালে নাচতে নাচতে যাচ্ছেন।
এই লাঠিয়াল দলের সরদার মো. মোস্তফা নিউজবাংলাকে বলেন, ‘সদরঘাট থেকে আমরা লাঠিখেলা দেখাতে দেখাতে আসছি। পরিশ্রম হয়ে গেছে। তবে সবাই আমাদের দেখছে, তাই ভালো লাগছে। আর এই খেলা আমাদের দেশের ঐতিহ্য।’
এই মিছিলের নেতৃত্বে থাকা লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাউদ্দীন টিপু নিউজবাংলাকে বলেন, ‘পাঁচ হাজারের মতো নেতা-কর্মী নিয়ে এসেছি। কেউ বাসে এসেছে, কেউ লঞ্চে। নেত্রীকে ভালোবেসে তারা এসেছে।’
লাঠিখেলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘লাঠিখেলা দেশের ঐতিহ্যবাহী খেলা। তাই আমরা দেশের ঐতিহ্যকেই সামনে রেখে মিছিল নিয়ে যাচ্ছি।’
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংগঠনটি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে। বেলা আড়াইটায় এ মহাসমাবেশ শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।