বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৫

  •    
  • ১১ নভেম্বর, ২০২২ ১০:৫৬

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর বলেন, ‘দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া অধ্যক্ষ মোশাররফ হোসেন সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য জানান।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা একটি টাইলসবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

ওসি মিজানুর বলেন, ‘দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’

এ বিভাগের আরো খবর