নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র মামলায় একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবিব বৃহস্পতিবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. শাহীন ওরফে চুষনী শাহিন ফতুল্লা থানার ফাজেলপুর এলাকার বাসিন্দা।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৫ সালের ৫ এপ্রিল পঞ্চবটি ফাজেলপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি চাকুসহ তার বাসা থেকে আটক করে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরাফাত জাহান চৌধুরী ওই বছরে ২৫ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক আদালতে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বিকেলে এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার আসামি আদালতে উপস্থিত ছিলেন।