বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৪

  •    
  • ১০ নভেম্বর, ২০২২ ১৩:২২

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘৯ নভেম্বর রাতে ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়েছে। এর আগে বুধবার রাতে ওই গৃহবধূ চিরিরবন্দর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ২৮ বছর বয়সী মিজানুর রহমান, ২৩ বছর বয়সী দিলীপ রায়, ২৫ বছর বয়সী সোহেল রানা ও ২২ বছর বয়সী নুর আলম।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘আটক মিজানুর রহমান ও ওই গৃহবধূ রানীরবন্দরের একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। ৮ নভেম্বর রাত ৯টার দিকে গৃহবধূ রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানায় ইসলামী মাহফিল শুনতে যান। মাহফিল শেষে বাড়ি ফেরার সময় ওই গৃহবধূর সঙ্গে মিজানুরের দেখা হয়। মিজানুর ওই গৃহবধূকে নির্জন স্থানে রেখে এলে দিলীপ, সোহেল ও নুর আলম গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘৯ নভেম্বর রাতে ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর