প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম সংশ্লিষ্ট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহমদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ।
আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
এর আগে ৬ নভেম্বর সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন।
মামলা থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য করেন সুলতানা। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।
এই মামলায় ৬ নভেম্বর সকালে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
সুলতানা আহমদ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।