লালমনিরহাটের আদিতমারীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
উপজেলার মহিষতুলি সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
লোহাকুচি সীমান্তে দায়িত্বে থাকা ১৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার মো. সফি বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন মহিষতুলির ওয়াচ কুরনী ও সীমান্তবর্তী ঝারিজঝার গ্রামের সাদেক আলী।
আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী নিউজবাংলাকে জানান, রাতে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন কয়েকজন বাংলাদেশি। তারা সীমান্তের বাংলাদেশ অংশে প্রবেশের পর ভারতের কৈমারী ক্যাম্পের বিএসএফ টহল দল গুলি চালায়। এতে আয়নাল ও ওয়াচ কুরনী নিহত হন। পরে সঙ্গীরা ওই দুজনের মরদেহ নিয়ে দ্রুত পালিয়ে বাড়িতে চলে আসেন।
স্থানীয় আব্দুল কাদের বলেন, ‘নিহত আয়নাল ভালো মানুষ। সে এবারই প্রথম সীমান্তে গরু আনতে যায় বলে আমরা জানতে পারছি।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘দুইজন গুলিতে মারা গেছে জানতে পেরে আমরা মরদেহ উদ্ধার করলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে জানা যাবে কী হয়েছে। তবে তারা গুলিবিদ্ধ এটি নিশ্চিত।’