ময়মনসিংহের ফুলপুরে ভাতিজাকে পিটিয়ে হত্যার ঘটনায় চাচাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই ময়মনসিংহের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সকাল সাতবার দিকে গাজীপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের আজমান আলী পাঠান ও তার ছেলে মুঞ্জুরুল হক।
নিহতের নাম নুরুল ইসলাম। তিনি একই গ্রামের আবুল হাশেম পাঠানের ছেলে।
মামলার বরাতে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, নুরুল ইসলামের সঙ্গে চাচা আজমান আলী পাঠানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল ওই জমিতে বেড়া দিতে যান। এ সময় তাকে জমিতে বেড়া দিতে না করে প্রতিপক্ষ।
এ সময় দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। আজমান আলী ও তার ছেলে মুঞ্জুরুলসহ ছয়জন লাঠিসোটা দিয়ে নুরুল ইসলামকে বেধড়ক মারধর করে। এতে নুরুল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় ৮ নভেম্বর নিহতের ছেলে মাহমুদুল হাসান পাঠান ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তে নামে পিবিআই। মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের পালিয়ে থাকার অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’