বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফি জমা দেয়া গ্রাহকদের গ্যাস-সংযোগ দাবি

  •    
  • ৮ নভেম্বর, ২০২২ ১৮:২০

‘সারা দেশে পেট্রোবাংলার ছয়টি সাবসিডিয়ারি কোম্পানি গ্যাস-সংযোগের জন্য ২ লাখ ১৫ হাজার গ্রাহকের কাছ থেকে ফি ও জামানত নিয়েছে। আমরা শিগগিরই গ্রাহকদের গ্যাস-সংযোগ দেয়ার দাবি জানাচ্ছি।’

সরকারি নিয়ম মেনে সংযোগ ফি জমা দেয়া গ্রাহকদের গ্যাস-সংযোগ দেয়ার দাবি জানিয়েছেন গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদারেরা। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশের মানববন্ধন থেকে তারা এ হুঁশিয়ারি দেন।

ঠিকাদারেরা বলেন, ‘সারা দেশে পেট্রোবাংলার ছয়টি সাবসিডিয়ারি কোম্পানি গ্যাস-সংযোগের জন্য ২ লাখ ১৫ হাজার গ্রাহকের কাছ থেকে সরকারি নিয়মনীতি মেনে সংযোগ ফি ও জামানত নিয়েছে। গ্যাস-সংযোগ না দেয়ায় গ্রাহকেরা অপেক্ষমাণ তালিকায় আছেন। আমরা শিগগিরই গ্রাহকদের গ্যাস-সংযোগ দেয়ার দাবি জানাচ্ছি।’

দাবি আদায় না হলে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে জানিয়ে ঠিকাদারেরা বলেন, ‘গ্রাহকেরা গ্যাস-সংযোগ না পেয়ে প্রতিনিয়ত ঠিকাদারদের লাঞ্ছিত করছেন। কর্তৃপক্ষ শিগগিরই গ্যাস-সংযোগ না দিলে আমরা সারা দেশে গ্রাহকদের নিয়ে তীব্র আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।’

তারা জানান, ২০১৫ সালে সারা দেশে বিনা নোটিশে গ্যাস-সংযোগ বন্ধ করে দেয়া হয়। এ কারণে প্রায় ২ হাজার ৩০০ ঠিকাদার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার লোক বেকার হয়ে পড়েন।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশের সভাপতি আবুল হাসেম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এ কে এম অলি উল্লা হক।

পেট্রোবাংলার ছয়টি সাবসিডিয়ারি কোম্পানি হলো তিতাস, কর্ণফুলী, বাখরাবাদ, জালালাবাদ, পশ্চিমাঞ্চল ও সুন্দরবন।

এ বিভাগের আরো খবর