নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাবা-মাকে মারধর করে ঘরের বাইরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে দুইজনকে আটক করেছে পুলিশ।
ওই কিশোরীর মা সোমবার রাতে উপজেলার চরজব্বার থানায় মামলাটি করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সুবর্ণচর উপজেলার চর বাটা ইউনিয়নের পশ্চিম চর মজিদ গ্রামের ৩৫ বছরের মোয়াজ্জেম হোসেন ও ৩০ বছরের দিদার হোসেন।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী সুবর্ণচরের পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় ভুক্তভোগীদের ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে।একপর্যায়ে ঘরে থাকা তাদের ১৪ বছরের মেয়েকে দুইজন সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, গতকাল ওই কিশোরীর কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বাকিগুলো আজকে করা হবে।