বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আগুন সন্ত্রাসের বিচার হবে: আমীর খসরু

  •    
  • ৮ নভেম্বর, ২০২২ ১৪:৪৫

আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আন্দোলনে সভা সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দিতে রাস্তায় নেমেছে, সমাবেশে যোগ দিচ্ছে, সেখানে আমরা কেন সন্ত্রাস করব? সন্ত্রাসী তারা, তাদের একমাত্র পথই হচ্ছে সহিংসতা ও সন্ত্রাস।’

দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আগুন সন্ত্রাসীদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নয়াপল্টনে মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই। তাই তারা রাষ্ট্রযন্ত্র ও তাদের দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়। কারা আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, আমাদের আগুন সন্ত্রাসের সব তথ্যপ্রমাণ আছে। এই দেশে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে তখন ওই সব আগুন সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। লগি-বৈঠা খুন-গুম হত্যা, পুলিশ হেফাজতে হত্যা, পঙ্গু করে দেয়ার রেকর্ড এই দলের নেই। এটা আছে জোর করে ক্ষমতায় বসে থাকা আওয়ামী লীগের।’

আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আন্দোলনে সভা সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দিতে রাস্তায় নেমেছে, সমাবেশে যোগ দিচ্ছে, সেখানে আমরা কেন সন্ত্রাস করব? সন্ত্রাসী তারা, তাদের একমাত্র পথই হচ্ছে সহিংসতা ও সন্ত্রাস।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যখনই সিদ্ধান্ত নিয়েছে তখনই জয়ী হয়েছে। এখন একদিকে বাংলাদেশের মানুষ, অন্যদিকে ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেয়া হবে না।

বর্তমান সরকারের অধীনে তার দল নির্বাচনে যাবে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচনে যাবে না। বরং গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তাই এটাকে দমন করার শক্তি কারও নাই।’

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের নেতারা বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর