কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ নম্বর আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা (উত্তরপাড়া) এলাকার ৫০ বছর বয়সী ও ৩৫ বছর বয়সী আমির হামজা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ৩ মার্চ ওই ১০ বছর বয়সী শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে ওই দুই আসামি। এ ঘটনা তার বাবাকে জানানোর কথা বললে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ওই শিশুকে।
পরে ওই নিহত শিশুর দিনমজুর বাবা বাদী হয়ে আমির হামজা ও বাচ্চু মিয়ার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জামির উদ্দিন জিয়া জানান, আসামিরা আদালতে ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জানিয়েছেন, তাদের টার্গেট ছিল দিনমজুরের বড় মেয়েকে ধর্ষণ করবেন। ঘটনার দিন তাকে না পেয়ে তার ছোট বোনকে ধর্ষণ শেষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ খাটের নিচে ফেলে রাখেন।
ওই শিশুর বাবা রায়ের পর বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর পর আমার মেয়ের খুনিদের বিচার পেয়েছি। এখন রায় কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’