বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের জানাজা দুপুরে ক্যাম্পাসে হবে।
ফারদিনের বাবা সাংবাদিক কাজী নুর উদ্দিন রানা জানান, মঙ্গলবার দুপুরে তার মরদেহ নেয়া হবে বুয়েটে। সেখানে জোহরের নামাজের পর হবে প্রথম জানাজা।
এর আগে সকালে ফারদিনের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শেখ ফরহাদ হোসেন হত্যার বিষয়টি নিউজবাংলাকে জানান।
তিনি বলেন, ‘ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারব।’
ফারদিনের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ নেয়া হবে বুয়েটে। সেখানে হবে প্রথম জানাজা। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ডেমরার বাড়িতে। সেখানে তার দ্বিতীয় জানাজা হবে।
রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বনানী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ফারদিনের মরদেহ উদ্ধার করা হয় সোমবার সন্ধ্যায়।
নিহত ফারদিন নূর পরশ। রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ এলাকার সাংবাদিক কাজী নুর উদ্দিন রানার ছেলে। তাদের স্থানীয় ঠিকানা ফতুল্লার নয়ামাটি এলাকায়।
নৌ পুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশের টিম গিয়ে বনানী ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে।