ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ বছরের নিহত মুসা কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।
শাহাবুদ্দীন জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনেছিলেন মুসা। বিকেলে পতাকা টাঙাতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে জ্ঞান হারান এই কিশোর। পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’