বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কামাল হত্যা: অবস্থান পাল্টাল সিলেট বিএনপি

  •    
  • ৭ নভেম্বর, ২০২২ ১৫:৫৬

কামাল হত্যা নিয়ে আগের রাতে দেয়া বক্তব্য থেকে সরে এসে সোমবার দুপুরে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘কামাল হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক লেবাস দিতে চাই না। যে বা যারা জড়িত তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, তবে নিরীহ কাউকে যেন হয়রানি করা না হয়।’

সিলেটে আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনায় নিজের অবস্থান থেকে সরে এসেছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

আগের রাতে হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করলেও সোমবার মত পাল্টেছেন তিনি। একই সঙ্গে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি থেকেও সরে এসেছেন তারা।

সিলেট নগরের বড়বাজারে রোববার রাতে দুর্বত্তদের ছুরিকঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল।

হত্যাকাণ্ডের পরপরই বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ক্ষমতাসীন দলের হাতে কামালকে খুন হয়েছেন। রাতেই নগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে আওয়ামী লীগের প্রতিনিধিসভা উপলক্ষে নির্মিত তোড়ন, বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করা হয়।

ব্যবসায়িক বিরোধ থেকে কামাল খুন হতে পারেন বলে পুলিশ শুরু থেকেই ধারণা করে আসছিল। এতে বিএনপির কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ পুলিশের।

‘রাজনৈতিক লেবাস দিতে চাই না’

কামাল হত্যা নিয়ে আগের রাতে দেয়া বক্তব্য থেকে সরে এসে সোমবার দুপুরে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘কামাল হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক লেবাস দিতে চাই না। যে বা যারা জড়িত তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, তবে নিরীহ কাউকে যেন হয়রানি করা না হয়।’

তিনি বলেন, ‘কামাল হত্যার কারণে সিলেট বিএনপি আজ সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে। আমরা সবাই তার জানাজায় অংশ নেব। মঙ্গলবার থেকে জেলা বিএনপি ৩ দিনের শোক পালন করবে। সবাই কালো ব্যাজ পরিধান করবে।’

কাইয়ুম আরও বলেন, ‘১৯ নভেম্বর আমাদের বিভাগীয় সমাবেশ। এই সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে ২০ নভেম্বর থেকে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।’

এর আগে রোববার রাতে কামাল হত্যার পর ওসমানী মেডিক্যাল কলেজের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ সভায় কাইয়ুম চৌধুরী বলেছিলেন, ‘আ ফ ম কামাল হত্যার সঙ্গে সরকার দলের সন্ত্রাসীরা জড়িত। যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

রোববার রাতের মধ্যে কামালের খুনিরা গ্রেপ্তার না হলে পরদিন সকালে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দিয়েছিলেন কাইয়ুম।

ময়নাতদন্ত সম্পন্ন

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার দুপুরে আ ফ ম কামালের ময়নাতদন্ত হয়েছে। পরে তার ভাই ময়নুল হক মরদেহ নিয়ে জালালাবাদ ইউনিয়নের আলীনগরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানেই এশার নামাজের পর কামালের জানাজা ও দাফন হবে।

এ বিভাগের আরো খবর