বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যানন্দের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৫

  •    
  • ৭ নভেম্বর, ২০২২ ১৪:৩৬

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যানন্দের নামে পেজ খুলে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন গ্রেপ্তার পাঁচজন।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের নামে পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

নোয়াখালী থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন আমির হোসেন শাকিল, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, ইসরাফিল পাবেল ও মহিন উদ্দিন।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, গত ১৬ ও ২৯ জুলাই ডিএমপির পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়।

এসব মামলায় অভিযোগ করা হয়, একটি অসাধু চক্র বিদ্যানন্দের নামে পেজ খুলে প্রতারণা করছে। পরে মামলাগুলোর তদন্তভার পায় সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। তদন্তে দেখা যায়, চক্রটি বিদ্যানন্দের নামে পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে বিভিন্ন পোস্ট দেয়।

পরে অনেক মানুষ এসব পোস্ট দেখে বন্যার্তদের সাহায্যের জন্য লাখ লাখ টাকা পাঠায় বিদ্যানন্দের ভুয়া পেজের মালিকদের কাছে। চক্রটি এসব টাকা আত্মসাৎ করে ফোন বন্ধ করে ফেলে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যানন্দের নামে পেজ খুলে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন ওই পাঁচজন।

এ বিভাগের আরো খবর