কিশোরগঞ্জ শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বের করা বিএনপির মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নেতারা অভিযোগ করেন, পুলিশ মিছিলে বাধা দেয়; একপর্যায়ে লাঠিচার্জ ও গুলি চালায়। এতে অন্তত ১৮ নেতা-কর্মী আহত হন।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘আজ ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিছিল নিয়ে যোগ দেয়ার সময় নেতা-কর্মীরা স্লোগান দিলে পুলিশ তাতে বাধা দেয়, লাঠিচার্জ ও গুলি করে। গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ১৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
তিনি জানান, কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলামসহ কয়েক নেতা অবস্থান করছেন। পুলিশ তাদের ঘিরে রেখেছেন। তিনি আশঙ্কা করছেন, তাদের আটক করা হতে পারে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নেতা-কর্মীরা রাস্তা আটকে মিছিল করছিলেন। তাদের রাস্তা ছাড়তে বলায় মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে তিনিসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।