ঠাকুরগাঁওয়ে দলিল জালিয়াতির অভিযোগে মায়ের করা মামলায় রফিকুল ইসলাম রিপন নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচারিক হাকিম নিত্যানন্দ সরকার এ আদেশ দেন।
আসামি রফিকুলের বাড়ি সদরের ভুল্লি এলাকার সিংগিয়া কলোনিপাড়া গ্রামে। তিনি মৃত আবু তাহেরের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ইমরান হোসেন।
তিনি জানান, ১৩ সেপ্টেম্বর রোকেয়া আক্তার আদালতে তার বড় ছেলে রফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে ভরণ-পোষণ দাবি এবং জমির দলিল জালিয়াতির অভিযোগে মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তদন্তের জন্য সদর থানাকে নির্দেশ দেয়।
অ্যাডভোকেট ইমরান জানান, দুই মাস পর গত বুধবার রাত ২টার দিকে শহরের ইসলাম বাগের বাড়ি থেকে রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। তার জামিন আবেদনের প্রেক্ষিতে রোববার শুনানির দিন ধার্য করে আদালত। দুপুরে দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন বাতিল করে দেন।
রফিকুলের ছোট ভাই রেজাউল বলেন, ‘বড় ভাই জায়গা সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে অনেক কোলাহল করেছেন। মাকে ভরণ-পোষণ না করা, মৃত বাবার সই জালিয়াতি এবং ওয়ারিশান সনদ একক নামে বানিয়ে পৈত্রিক সম্পত্তি নিজের নামে নিয়ে তিনি জঘন্য কাজ করেছেন৷
‘আমরা চাই মা যেন ন্যায় বিচার পান। তিনি যেন তার স্বামীর সম্পত্তির অংশ পান।’