বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে এক দিন এগোল বিএনপির সমাবেশ

  •    
  • ৬ নভেম্বর, ২০২২ ১৩:৪০

‘২০ নভেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।’

এইচএসসি পরীক্ষার কারণে স্থান জটিলতা এড়াতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ এক দিন এগিয়ে দেয়া হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে এই সমাবেশ ১৯ নভেম্বর হবে।

রোববার দুপুরে সিলেটের একটি হোটেলে বিএনপির সংবাদ সম্মেলন থেকে এমন তথ্য জানানো হয়।

নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ২০ নভেম্বর এই সমাবেশ হওয়ার কথা ছিল। তবে এইচএসসি পরীক্ষার কারণে রোববার থেকে আলিয়া মাদ্রাসা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে সিলেট মহানগর পুলিশ।

পুলিশের এই বিজ্ঞপ্তির পর সমাবেশের স্থান নিয়ে শঙ্কা দেখা দেয়। এর মধ্যে সংবাদ সম্মেলন করে সমাবেশ এক দিন এগিয়ে নেয়ার ঘোষণা দেয়া হলো। ১৯ নভেম্বর এইচএসসির কোনো পরীক্ষা নেই।

সিলেট জেলা ও মহানগর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সমাবেশের তারিখ পরিবর্তনের তথ্য জানিয়ে বলেন, ‘দেশের অন্যান্য বিভাগের মতো সব বাধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশ হবে। এতে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করছি।’

তিনি বলেন, ‘২০ নভেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি।

এ বিভাগের আরো খবর