বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাছে বাসের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের

  •    
  • ৬ নভেম্বর, ২০২২ ১২:৫৬

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।

ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হন।

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

রোববার বেলা ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত ৩টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেরিনা আক্তার, জুনায়েদ, হুমায়ুন কবির ও আব্দুল রউফ হাওলাদার।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি তৈমুর ইসলাম জানান, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর