বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাশকতার পরিকল্পনা: ৩ জামায়াত নেতা কারাগারে

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ২৩:৩২

গ্রেপ্তারকৃতরা হলেন, হাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, একই থানার ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল জলিল।

নাশকতার পরিকল্পনার অভিযোগে রংপুরের হাজিরহাট থানার উত্তম মৌলভিপাড়ার একটি বাড়ি থেকে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে পুলিশ তাদেরকে রংপুর মেট্রোপলিটন আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে লোহার রড, বাঁশের লাঠি, বিভিন্ন বই ও ডায়েরি জব্দ করা হয়েছে।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব বসুনিয়া এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, একই থানার ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল জলিল।

ওসি বলেন, ‘গোপন তথ্যে জানতে পারি, হাজিরহাট থানার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল জলিলের বাড়িতে তিন নেতার বৈঠক চলছে। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি।

‘বিকালে থানার উপ- পরির্দশক বাহাউদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তিন জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

রংপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক ফারুক খলিলি জানান, আসামিদের বিকেলে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরো খবর