মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইরা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের সিংগার ডাক গ্রামে বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ বছর বয়সী ইরা পুলিশের কনস্টেবল পদে থাকা হোসেন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, উপজেলার চিত্রকোট ইউনিয়নের সিংগার ডাক এলাকার হোসেন আলীর সঙ্গে তিন বছরেরও বেশি সময় আগে ইরার বিয়ে হয়।
শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়িতে দরজা বন্ধ করে গলায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইরা।
ইরার মা বলেন, ‘আমি জানালা দিয়ে দেখি আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তখন চিৎকার করলে লোকজন এসে দরজা ভেঙে তাকে নামিয়ে খাটের ওপর রাখে।’
পুলিশ জানায়, ইরা আক্তার শেখরনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। তার স্বামী হোসেন আলী শিল্প পুলিশের আশুলিয়া থানায় কর্মরত। ইরা বাবার বাড়িতেই থাকতেন।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাছির উদ্দীন শেখ বলেন, ‘রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’