বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দাবি না মানলে চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে নিন’

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ১৯:২২

‘আমরা ৩টা থেকে অবস্থান কর্মসূচি করেছি। আন্দোলন চলমান আছে। আমরা আগেই ২২ দফা দাবি জানিয়েছি। দাবি না মানলে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিন।’

২২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তাদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলছে বুধবার থেকে।

২২ দাবি পূরণ না হলে চারুকলা ইনস্টিটিউটকে শহর থেকে হাটহাজারীর মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি উঠেছে।

শনিবার বিকেলে চারুকলাকে স্থানান্তরের দাবিতে উপাচার্য বরাবর আবেদনপত্র পাঠিয়েছেন আন্দোলনকারীরা।

নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে চারুকলা ইনস্টিটিউটের সামনে বেলা ৩টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে বুধবার তারা ক্লাস বর্জনের ডাক দেন।

সন্ধ্যা পৌনে ৬টায় এই রিপোর্ট লেখার সময় তাদের আন্দোলন চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা সাময়িক বা মৌখিক আশ্বাস নয়, স্থায়ী সমাধান চান৷ এ জন্য তাদের অনির্দিষ্টকালের আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ দফা দাবি মানতে ব্যর্থ হলে মূল ক্যাম্পাসে চারুকলাকে স্থানান্তর করতে হবে।

চারুকলার স্নাতকোত্তর শিক্ষার্থী মো. শহীদ বলেন, ‘চারুকলা ইনস্টিটিউট স্থানান্তরের বিষয়ে পরিচালক বরাবর দরখাস্ত দিয়েছি। আমরা স্থানান্তর চাচ্ছি, যে সুযোগসুবিধা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাওয়া প্রয়োজন তা এখানে আমরা পাচ্ছি না।

‘২০১০ সালে মূল ক্যাম্পাস থেকে চারুকলাকে শহরে স্থানান্তর করা হয়। এখানে ১২ বছরেও আমরা সুযোগসুবিধা পাইনি। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া সব দাবি পূরণ বা সুযোগসুবিধা দেয়া সম্ভব নয়। সে জন্য আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যেতে চাই।’

চারুকলা চতুর্থ বর্ষের খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, ‘আমরা ৩টা থেকে অবস্থান কর্মসূচি করেছি। আন্দোলন চলমান আছে। আমরা আগেই ২২ দফা দাবি জানিয়েছি। ২২ দফা দাবি মানতে ব্যর্থ হলে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিন।

‘মূল ক্যাম্পাসে গেলে শ্রেণিকক্ষ, আবাসিক, ডাইনিং-ক্যান্টিন ও শৌচাগারসহ সব সমস্যার অনেকাংশে সমাধান হয়ে যাবে।’

এ বিষয়ে জানতে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে। ২০১০ সালে চবির চারুকলা বিভাগ এবং চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ বিভাগের আরো খবর