প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো-ফুফাতো ভাইদের দিয়ে কিছু হবে না ধানের শীষের বরিশালে, এমন দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতিকে উদ্দেশ করে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আপনার মামাতো-ফুফাতো ভাইদের দিয়ে কিছু হবে না ধানের শীষের এই বরিশালে। তাদের মতো আমরা রাতের আঁধারে পালিয়ে যাব না। এই মহাসমাবেশ দেখুন, পায়ে হেঁটে মানুষ চলে এসেছে। এখন কী করবেন, বাধা দিয়ে তো কোনো লাভ হলো না।’
হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, ‘দিনের ভোট রাতে করা যায়, কিন্তু এভাবে জনসমুদ্র করা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে একসময় করোনাকে দায়ী করেছে সরকার। আবার আরেক সময় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে দায়ী করেছে। ডিমের দাম দোকানভেদে ১৫ টাকা আপডাউন করছে। ইউক্রেন যুদ্ধের কারণে ডিমের দাম বাড়বে কেন, ফার্ম তো আমাদের দেশেই আছে। আমার আমাদের দেশে ধান উৎপাদন হয়। তাহলে ইউক্রেন যুদ্ধের কারণে চালের দাম বাড়বে কেন। এই সরকার থাকলে অদূরভবিষ্যতে চাল ও গমের দাম সেঞ্চুরি করবে।’
তিনি আওয়ামী লীগ সভাপতিকে উদ্দেশ করে বলেন, 'শেখ হাসিনার জেলে যাওয়ার সময় হয়ে গেছে, প্রস্তুতি নিয়েন। চাচাতো-মামাতো, খালাতো ভাইয়ের খাওন বরিশালে নাই। তাদের কথা শোনার টাইম নাই বরিশালে।’
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সরকারি দলকে উদ্দেশ করে বলেন, ‘প্রত্যেকটি জিনিস পাই পাই হিসাব করা হবে। জনগণের আদালতে সবকিছুর বিচার হবে। আমরা মানুষের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছি। এবং এ আন্দোলনে সফল হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আজকে বিচার বিভাগের স্বাধীনতা নেই। বেতন বাড়েনি, কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েছে। জনগণকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না। স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্রপুনরুদ্ধারের এই লড়াইয়ে বরিশালের মানুষ রক্ত দিয়ে দিয়েছে। তাই তাদের দাবি কখনোই দাবিয়ে রাখা যাবে না। এই সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাব না। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রেখেছে শেখ হাসিনা। আইনের কোনো ব্যাপার নেই।’
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘প্রেসিডেন্ট শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি, যুদ্ধের মাঠে ছিলেন। আমরা তারই সন্তান, তাই পালিয়ে যেতে শিখিনি। আমরা দেশের মানুষের দায়িত্ব নিতে চাই। বরিশালের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, যার প্রমাণ এই মহাসমাবেশ। মহাসমাবেশে জনসমুদ্র প্রমাণ করেছে বরিশাল খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি, ধানের শীর্ষের ঘাঁটি।'