বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেলা হবে, বিএনপি দাঁড়াতে পারবে না: কাদের

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ১২:৫৫

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। রাজপথে খেলা হবে। অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। কারণ, বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। এই দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’

বিএনপিকে রাজপথে মোকাবিলা করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, খেলা হবে তবে বিএনপি আর দাঁড়াতে পারবে না।

কুমিল্লা নগরীর টাউন হলে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে শনিবার দুপুর ১২টার দিকে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। রাজপথে খেলা হবে। অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। কারণ, বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। এই দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

‘শেখ হাসিনা কোনোদিন হারেননি, যদি শেখ হাসিনা হেরে যান তাহলে আপনারা হেরে যাবেন।’

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘রংপুরে বালিশ নিয়ে গেছেন, বরিশালে হাঁড়ি-পাতিল নিয়ে গেছেন। মঞ্চের সামনে শুয়ে পড়েছেন। আপনারা আর দাঁড়াতে পারবেন না।’

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘যে এ দেশ থেকে মুচলেকা দিয়ে চলে গেছে তাকে এখন হিরো সাজার চেষ্টা করছে। কোনো লাভ নেই।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের মাফ করেছেন। কেন এ প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না। শেখ হাসিনার ওপর হামলা হয়েছে। তিনি সবার দোয়ায় আল্লাহর রহমতে বেঁচে আছেন। এই বিএনপিকে আমরা কখনোই ক্ষমা করব না।’

তিনি বলেন, ‘আজ কুমিল্লার সুশৃঙ্খল সম্মেলন প্রমাণ করেছে আওয়ামী লীগের গণজোয়ার শুরু হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনে উপস্থিত রয়েছেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তসহ জেলা ও মহানগরের নেতারা।

সম্মেলনে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সম্মেলনস্থলের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

কুমিল্লার আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুটি ধারা। একটি হলো সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের, অন্যটি প্রয়াত বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল খানের।

আফজল খানের মৃ্ত্যুর পর তার জ্যেষ্ঠ কন্যা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন।

এই সম্মেলনে যেন অন্যরা এসে দখল করতে না পারে সে জন্য হুঁশিয়ারি দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আর আঞ্জুম সুলতানা সীমাও বলেছেন, যেকোনো মূল্য তিনি তার নেতা-কর্মীদের নিয়ে সম্মেলনে থাকবেন।

এ বিভাগের আরো খবর