বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৬ ঘণ্টা পর সংজ্ঞা ফিরল শাওনের

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ১০:৪৮

চিকিৎসক মাহফুজুর রহমান জানিয়েছেন, ১৬ ঘণ্টা পর শাওনের সংজ্ঞা ফিরেছে এবং আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যার কারণে তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

রাজধানীর আসাদগেটে গত মঙ্গলবার বাসে নারীদের উত্ত্যক্তের ঘটনায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে আহত তরুণ মোহাম্মদ শাওনের সংজ্ঞা ফিরেছে।

২০ বছর বয়সী মোহাম্মদ শাওন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভর্তির পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেভিনে পাঠানো হয়।

চিকিৎসক মাহফুজুর রহমান জানিয়েছেন, ১৬ ঘণ্টা পর শাওনের সংজ্ঞা ফিরেছে এবং আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যার কারণে তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

মঙ্গলবারে রাজধানীর আসাদগেটে ওই হামলায় মোহাম্মদ রাব্বি নামে এক যুবক নিহত হন।

হাসপাতালের বিছানায় শুয়ে পিকনিকে যাওয়ার বর্ণনা দেয় অসুস্থ শাওন। তিনি বলেন, ‘নবাবগঞ্জের টিকটকার শান্ত আমাকে বলে যে আমরা ধামরাই রিসোর্টে যাব পিকনিকে। তুইও আমাদের সাথে যাবি। এবং চাদার হার ৫০০ টাকা। আমি চিন্তা করে দেখলাম দিন কামাই দিন খাই ৫০০ টাকা আমার জন্য অনেক টাকা। আমার ২০ বছর বয়স চলছে। জন্মের পর থেকে এ পর্যন্ত পিকনিকে যায়নি। আমি ব্যাটারি চালিত অটো চালাই, আজিমপুর টু নবাবগঞ্জ বেরিবাঁধ। সারাদিন যা কামাই করি মালিককে জমা দিয়ে আড়াইশো, তিন শ টাকা আমার টিকে। চার দিনে আমার খরচের টাকা থেকে ৫০০ টাকা জমিয়ে গত সোমবার শান্তর হাতে দেই।

‘মঙ্গলবার পিকনিকের উদ্দেশ্যে সকাল ১১টায় রওনা দেই ধামরাই। পিকনিক শেষ করে সেখান থেকে সন্ধ্যার দিকে রওনা দেই ঢাকার উদ্দেশ্যে গাবতলী বাস আসার পরেই ফারুকসহ দুইজন পেছনের সিটে গাঁজা সেবন করে। গাঁজার দুর্গন্ধ বাসে ছড়িয়ে পড়লে আমার খালাত বোন জান্নাতি তাদের এইগুলো সেবনে বাধা দেয়। এরপর ফারুক উচ্চ-বাচ্চ বলতে থাকে তখন রাব্বি ও বাধা দেয়। এরপর রাব্বিকে ফারুক ছুরি দিয়ে আঘাত করে। তখন আমি বাধা দিতে গেলে আমার পিঠে এবং রানে ছোড়া বসিয়ে দেয়। তখন আপা ওদেরকে থামাতে গেলে তার বাম হাতে ছুরিকাঘাত করে। পরে ফারুকের সঙ্গে থাকা কয়েকজন আসাদগেট নেমে যায়।’

শাওন আরও বলেন, ‘বাসের অন্যান্যরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমাদেরকে ঢাকা মেডিক্যাল নিয়ে আসে। এর পর চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় রাব্বি। তারপর আমি আর কিছু বলতে পারব না।’

আহত শাওনের মামা সোহাগ মিয়া বলেন, ‘ঘটনার দিন ভাগিনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যালে চলে আসি। এখানে দেখি আমার ভাগিনার স্যালাইন চলছে। এরপর ডাক্তার আমাকে একটি স্লিপ হাতে ধরিয়ে দিয়ে বলে ওর জন‍্য ও-পজেটিভ রক্ত লাগবে। আমরা গরিব এত টাকা কোথায় পাবো। এখন আবার দুই ব‍্যাগ রক্তের প্রয়োজন জানায়ছে ডাক্তার। পরে আমার দুঃসম্পর্কের এক আত্মীয় এক ব্যাগ রক্ত দেন এবং এখনও জানি না কয়দিন হাসপাতালে থাকতে হবে। কীভাবে টাকার যোগাড় হবে। আমার আরও এক ব্যাগ রক্ত লাগবে।’

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছ, পিকনিক করে ফেরার পথে বাসে উত্ত্যক্তকে কেন্দ্র করে দ্বন্দ্বে রাব্বি ওরফে রাফা নিহত হন।

এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার(ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে টিকটকারদের এক গ্রুপের পুল পার্টি ছিল ধামরাইয়ের একটি রিসোর্টে। সেখান থেকে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাজা খাওয়াকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র গ্রুপের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে জুনিয়ররা এক সিনিয়রের বান্ধবীকে ইভটিজিং করে। ওই বান্ধবী আসাদগেটে নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

‘সিনিয়র গ্রুপের রাব্বি চাকু নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে আসে। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে রাব্বিসহ আরেকজনকে ছুরিকাঘাত করে। রাব্বিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি মারা যান।’

শাওন নামের আহত আরেকজনের অবস্থা স্থিতিশীল জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, জড়িতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে। প্রধান অভিযুক্ত ফারুকের নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। অন্যরা বয়সে তরুণ। তারা কেউ কেউ ছাত্র, কেউ কেউ কারখানার কর্মচারী।

তিনি বলেন, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ফারুক, জিতু ও জসিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে মোস্তফা, জোবায়ের যুবরাজ জয়, মো. রাব্বি ও মো. রোমানকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি হত্যায় মূল অভিযুক্ত ফারুকের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর