বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারও রাত কাটল সমাবেশের মাঠেই, কেউ কেউ আসছেন এখনও

  •    
  • ৫ নভেম্বর, ২০২২ ০৮:৪৭

বরিশালে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশের আগেই নানা কারণ দেখিয়ে জেলায় গণপরিবহনগুলো বন্ধ হয়ে গেছে শুক্রবার থেকে। তবে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন বুধবার থেকেই। শুক্রবার যারা এসেছেন, তাদের মধ্যে কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ আবার হেঁটেও এসেছেন।

ব‌রিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে খোলা আকাশের নিচে রাত কাটালেন বিএনপির হাজারও নেতা-কর্মী। কেউ কেউ পথে আছেন, পৌঁছে যাবেন দুপুরের আগেই।

শনিবার বেলা ২টার দিকে এই উদ্যানেই শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় সমাবেশ। এতে যোগ দেবেন ওইসব নেতা-কর্মী।

সকাল থেকে সমাবেশস্থলে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠে ঘুমিয়ে থাকা অনেকে তখনও ঘুম থেকে উঠছিলেন। সমবেশের মাঠে আসছিলেন কেউ। মঞ্চে চলছিল প্রস্তুতি।

নেতা-কর্মীরা জানেয়ছেন, যারা সমাবেশে যোগ দেবেন তাদের অধিকাংশই বরিশালে পৌঁছে গেছেন। কেউ মাঠে কেউ বা আশপাশে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। কেউ কেউ এখনও বরিশালের পথে আছেন।

বরিশালে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশের আগেই নানা কারণ দেখিয়ে জেলায় গণপরিবহনগুলো বন্ধ হয়ে গেছে শুক্রবার থেকে। তবে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন বুধবার থেকেই। শুক্রবার যারা এসেছেন, তাদের মধ্যে কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ আবার হেঁটেও এসেছেন।

নেতা-কর্মীরা জানিয়েছেন, বুধবার থেকেই এই উদ্যানে রাত যাপন করেছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে জুমার নামাজ এখানেই আদায় করেছেন তারা। রাতও কাটিয়েছেন এখানে।

মূলত শুক্রবার রাত ৮টার পর থেকে সমাবেশস্থলে ঢল নামতে থাকে; মি‌ছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে আসতে থাকেন। এর আগে বিকেলে বরিশাল পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। তারা নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছেন।

রাত ১০টার দিকে সমাবেশস্থল ও মঞ্চ ঘুরে দেখে গেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব হা‌বিব-উন-নবী খান সোহেল ও স্থায়ী ক‌মি‌টির সদস‌্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশস্থলে শুক্রবার সন্ধ্যার পর থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কোথাও আড্ডা, কোথাও রান্নার আয়োজন। রাতে থেমে থেমে নানা স্লোগান দিচ্ছিলেন নেতা-কর্মীরা। কেউ কেউ দলীয় গানও করেছেন।

ভোলার চরফ‌্যাশন উপজেলার চরমাইক্কা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক র‌হিম সরদার বলেন, ‘সবকিছু বন্ধ থাকায় বৃহস্প‌তিবারই সমাবেশস্থলে এসে‌ছি। ট্রলার নি‌য়ে চরফ‌্যাশন থেকে আমরা ২০০ নেতা-কর্মী ব‌রিশালে এসে এখানেই থাক‌ছি। নিরাপত্তার জন‌্য তাঁবু টা‌ঙিয়ে ছিলাম রাতে। সমাবেশ সফল করেই বা‌ড়ি ফিরব।’

বরগুনার বেতাগী থেকে এসেছেন স্বেচ্ছাসেবক দলের কর্মী অ‌লিউল ইসলাম। তিনি বলেন, ‘কোনো বাধাই আটকে রাখতে পারবে না আমাদের। অনেক নেতা-কর্মী সাইকেল চা‌লিয়ে ও হেঁটেও আসছে। আমরা রাতে এখানে থাক‌ছি সমাবেশ সফল করার জন‌্য। শীত উপেক্ষা করেও আমরা দেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে আন্দোলন সফলে থাক‌ছি।’

কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন বলেন, ‘আমাদের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সরকারের কোনো বাধাই কাজে আসে‌নি।’

সমা‌বেশের মঞ্চ প্রস্তুত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিম‌ন বলেন, ‘৫০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয়েছে। ব‌্যানারও লাগানো শেষ হয়েছে। সম‌াবেশস্থলসহ আশপাশে ১২০‌টি মাইক লাগানো হয়েছে।’

উচ্ছ্বসিত কিছু বিএনপি কর্মী সাংবাদিকদের জন্য তৈরি করা মঞ্চে বারবার ওঠা-নামা করছিলেন। একপর্যায়ে সেটি ভেঙে পড়লে আহত হন সময় টিভির বরিশালের ভিডিওগ্রাফার সুজয় দাস। সেই মঞ্চটি আবার ঠিকঠাক করা হয় রাতেই।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, কয়েকটি জায়গায় নেতা-কর্মীকে হত্যার অভিযোগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় সমাবেশে হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে। শনিবার বরিশালে বিএনপির পঞ্চম বিভাগীয় সমাবেশ।

এ বিভাগের আরো খবর