বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে দুই যাত্রী নিখোঁজ

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ২০:৫৬

স্পিডবোটচালক হিমেল চাকমা বলেন, ‘আমার চোখে হঠাৎ কিছু পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি, তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।’

রাঙ্গামাটির লংগদুতে বালুবাহী ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২ যাত্রী বিলে পড়ে নিখোঁজ হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। স্পিডবোটচালক জানিয়েছেন, চোখ মুছতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোয় স্পিডবোট ট্রলারের মুখোমুখি হয়ে যায়। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

লংগদুর কাট্টোলী বিলের গাছটিলা অংশে শুক্রবার দুপুরের ঘটনা এটি।

নিখোঁজ যাত্রীরা হলেন- বাঘাইছড়ির ক্যাংড়াছড়ির মুক্ত লাল চাকমার ছেলে লিটন চাকমা ও বরকল উপজেলার সুবলং এলাকার হাজাছড়ার সুরুত চাকমা মেয়ে এলিনা চাকমা। তারা দুইজনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বাঘাইছড়ি শিজক কলেজে ডিগ্রি পরীক্ষা দিয়ে রাঙামাটিতে ফিরছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

তিনি স্থানীয়দের বরাতে জানান, বাঘাইছড়ির শিজক থেকে যাত্রী নিয়ে আসছিল স্পিডবোটটি। আর রাঙ্গামাটি শহর থেকে বালু নিয়ে যাচ্ছিল ট্রলার। গাছটিলা এলাকায় পৌঁছালে দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হয়। স্পিডবোট থেকে ৯ যাত্রী ছিটকে পড়ে যায় বিলে।

অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ আছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রলারচালক নজরুল ইসলাম বলেন, ‘বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিডবোটটি আমার ট্রলারের দিকে জোড়ে আসতেছে। পলক পড়তেই ট্রলারে ধাক্কা লাগে।’

স্পিডবোটচালক হিমেল চাকমা বলেন, ‘আমার চোখে হঠাৎ কিছু পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি, তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন বলেন, ‘ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।’

এ বিভাগের আরো খবর