বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহজালালে এক কেজি স্বর্ণসহ আটক ১

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ১৯:০১

হোসাইন মাহমুদ নামের ওই ব্যক্তির কাছ থেকে ৬টি স্বর্ণের বার এবং স্বর্ণালঙ্কার ছাড়াও তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্সএস উদ্ধার করেছেন এপিবিএনের গোয়েন্দারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। শুক্রবার দুপুরে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ শুক্রবার সন্ধ্যায় জানান, আটক ব্যক্তির নাম হোসাইন মাহমুদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণের ৬টি বার ও স্বর্ণালঙ্কার। বারগুলোর ওজন ৬৯৬ গ্রাম। এছাড়াও স্বর্ণালঙ্কারের মোট ওজন ২৯৬ গ্রাম (রাসায়নিক পরীক্ষা ব্যতীত)। এছাড়াও তার কাছ থেকে তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্সএস উদ্ধার করা হয়েছে।

এপিবিএন জানায়, আটক হোসাইন মাহমুদ ফেনীর দাগনভূইয়া এলাকার বাসিন্দা। তিনি কোনো ফ্লাইটের যাত্রী নন। বিমানবন্দরে ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য দেশে নিয়ে আসা চক্রের সদস্য তিনি।

বেশ কিছুদিন ধরেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে তাকে স্বর্ণ, মোবাইল ফোন ও ল্যাপটপসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর