বিএনপি একটা পর্যায়ে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
শুক্রবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
৭ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শন করতে সকালে তিনি স্টেডিয়ামে যান।
সেখানে রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, আবার তারা ২০১৪ সালের মতো তাণ্ডব করবে। গাড়িতে আগুন, মানুষকে পুড়িয়ে হত্যা, ট্রাকে আগুন, রেল লাইন এবং বিদ্যুতের লাইন কাটতে চাইবে। এসব আর তারা বাংলাদেশ করতে পারবে না।
‘তারা আর কোনো আন্দোলনই করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাক বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন গুরত্বপূর্ণ। নেতাকর্মীদের মধ্যে যে তৎপরতা দেখা যাচ্ছে, তাতে মনে করি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন মহাসমাবেশে পরিণত হবে।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।