বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু সমস্যা: প্রেস ক্লাবের সামনে মশারি টানিয়ে প্রতিবাদ

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ১৪:২৮

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার উচিত সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার নিশ্চিত করা। তা না হলে আগামী দিনে নতুনধারা বাংলাদেশের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর-উপদপ্তরে ক্রমান্বয়ে ঘেরাও কর্মসূচি পালন করবে।

দেশের চলমান অর্থনৈতিক সংকটের পাশাপাশি ডেঙ্গু সমস্যার সমাধানের দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন নতুনধারা বাংলাদেশ। সে লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মশারি টানিয়ে ক্ষোভ জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানিয়েছেন তারা।

সমাবেশে বক্তারা জানান, এমন অনেক এলাকা আছে, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা পাওয়ার কোনো সুবিধাই নেই। বিশেষ করে উপজেলাগুলোতে একজন চিকিৎসকের বিপরীতে ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকে।

এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার উচিত সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার নিশ্চিত করা। তা না হলে আগামী দিনে নতুনধারা বাংলাদেশের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর-উপদপ্তরে ক্রমান্বয়ে ঘেরাও কর্মসূচি পালন করবেন। বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী।

এ বিভাগের আরো খবর