বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘৫ নভেম্বর বরিশাল হবে বিএনপির’

  •    
  • ৪ নভেম্বর, ২০২২ ১০:৪৬

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘৫ নভেম্বর যত বাধাই আসুক না কেন, জীবন দিয়ে হলেও সমাবেশে যাবে পিরোজপুরের ১৫ হাজার নেতা-কর্মী। প্রয়োজনে হেঁটে সমাবেশে যাব কর্মীদের নিয়ে। এ সমাবেশ সফল হবেই। শুধু তাই নয়, ৫ নভেম্বর বরিশাল হবে বিএনপির।’

বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পিরোজপুরে ব্যাপক প্রচার চালাচ্ছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

এ উপলক্ষে কয়েক দিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজার ও বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জেলার ৫৬টি ইউনিয়নে জনগণকে সম্পৃক্ত করতে মাইকের মাধ্যমে প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। তা ছাড়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যরা জেলার বিভিন্ন স্থানে গান পরিবেশন করে গণসমাবেশে যেতে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করতে দেখা যায় জেলা বিএনপির নেতাদের।

সমাবেশ সফল করতে গত ২৭ অক্টোবর থেকে পিরোজপুর আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

বেগম সেলিমা বলেন, ‘বাস, লঞ্চসহ সব পরিবহন আওয়ামী লীগ সরকার বন্ধ করলেও দুই চাক্কার পা বন্ধ করবে কীভাবে? বিএনপির নেতা-কর্মীরা ঠিকই হেঁটে সমাবেশে যোগ দিবে এবং সফল করবে। এ জোয়ার আওয়ামী স্বৈরাচারী সরকার পতনের, এ জোয়ার নতুন সরকার গঠনের। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপির একটি কর্মীও মাঠ ছাড়বে না।’

এ ছাড়া জেলার নেছারাবাদ উপজেলার ৩টি ইউনিয়নের ১১ কিলোমিটার গ্রাম মার্চ করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘৫ নভেম্বর যত বাধাই আসুক না কেন, জীবন দিয়ে হলেও সমাবেশে যাবে পিরোজপুরের ১৫ হাজার নেতা-কর্মী। প্রয়োজন বোধে হেঁটে সমাবেশে যাব কর্মীদের নিয়ে। আমাদের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে সমাবেশের প্রচার চলছে, মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সমাবেশ সফল হবেই। শুধু তা-ই নয়, ৫ নভেম্বর বরিশাল হবে বিএনপির।’

এ বিভাগের আরো খবর