সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবুর বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলা তুলে নিতে আবেদন করেছেন নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়রের ভাই লিটন চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার মামলাটি ফরিদপুরের আদালত থেকে তুলে নেয়ার জন্য আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে মন্তব্য জানতে মেয়র নিমাই চন্দ্র সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
তবে নিমাই চন্দ্র সরকারের ছেলে সৌরভ সরকার বলেন, ‘বাবা মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুরের আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।’
এ ব্যাপারে ফরিদপুর কোর্ট পরিদর্শক আবুল খায়ের বলেন, ‘মঙ্গলবার মেয়র নিমাই চন্দ্র সরকার মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন। তবে আদালত এ সংক্রান্ত আদেশ দেবে ৯ নভেম্বর।’
প্রসঙ্গত, হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে ২৬ অক্টোবর ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ নং আমলি আদালতে শাহদাব আকবর চৌধুরী লাবুর নামে মামলা করেন নিমাই চন্দ্র সরকার। মামলায় মোহাম্মদ লিয়াকত মিয়া, মোহাম্মদ নাসির মাহমুদ ও মো. শহিদুল ফকির নামে আরও তিনজনকে আসামি করা হয়। তাদের সবার বাড়ি নগরকান্দা ও সালথা উপজেলায়।