নাটোরের সিংড়ায় প্রবাসীর স্ত্রী ও এক যুবককে লাঞ্ছনা করে সে ঘটনার ভিডিও ভাইরাল করা হয়েছে। বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে সালিশে তাদের বেত্রাঘাত ও জুতার মালা পরানোর রায় দেন গ্রামের মাতবর। সেটি মেনে গ্রামের লোকজন ওই নারী ও যুবককে লাঞ্ছনা করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সিংড়ার পূর্ব ভেংড়ী গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওই নারী ও যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকার লোকজন। পরদিন সকালে তাদের নিয়ে সালিশ ডাকা হয়। সেখানে বিচারকের ভূমিকায় ছিলেন আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, হান্নান আলী, আফসার আলীসহ কয়েকজন।
রফিকুল জানান, সালিশে প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর রায় দেয়া হয়। ওই যুবককেও ১০০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সালিশে থাকা আফসার আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় নিউজবাংলার। তিনি এসব অস্বীকার করে জানান, ওই দুজনকে শুধু কান ধরে ওঠবস করানো হয়েছে। এরপর দুজকে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, ‘গ্রাম্য মাতবরদের এই ধরনের বিচার বা জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো দুঃখজনক ঘটনা। অপরাধ করলে আইন আছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে।’