কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি স্থানে বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, রেললাইনের পাশে বসে কিশোর প্রস্রাব করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী একটি ট্রেন সে পথে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কিশোরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।