দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মিজানুর রহমানকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি মিজানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ জুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনে দায়ের করা এ মামলায় ২০২০ সালের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দেয় দুদক।
এই মামলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি তিন বছরের কারাদণ্ড দেয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী ডিআইজি মিজানকে আগে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হয়।